Logo
Logo
×

সারাদেশ

‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে’

Icon

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ১০:৫৬ পিএম

‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  শ ম রেজাউল করিম। ছবি: যুগান্তর

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  শ ম রেজাউল করিম বলেছেন, ‘নানামুখী কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রাণিসম্পদে এখন বাংলাদেশ সয়ংসম্পূর্ণ। করোনা মহামারির মধ্যে শেখ হাসিনার সরকার আর্থিক সহায়তার প্রণোদনা দিয়ে বিভিন্ন খামারিদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমিষের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে বর্তমান সরকার মাছ-মাংস উৎপাদন বাড়িয়েছে কয়েকগুণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বক্ষণিক ভাবনা হলো এ দেশের  মানুষের উন্নয়ন। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।’

শনিবার সকালে সরকারি স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রাণিসম্পদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জনবান্ধব শেখ হাসিনা বিশ্বের সফল রাষ্ট্রনায়ক। দেশের মানুষ না খেয়ে থাকবে না, গৃহহীন থাকবে না- এ চিন্তা মাথায় নিয়ে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র মো. গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম মুইদুল ইসলাম মুহিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কুমার ঘোষ প্রমুখ।

পরে মন্ত্রী আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নির্মিত শহিদ মিনার উদ্বোধন করেন। দুপুরে  ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে যোগদান করেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম