ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে মিষ্টি বিতরণ, সংশোধিত ফলে অকৃতকার্য
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ১০:৪৫ পিএম
পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষায় প্রথম ফল প্রকাশ পেলে শিক্ষাপ্রতিষ্ঠান পরিবার ও স্বজনদের মধ্যে মিষ্টি বিতরণ ও উল্লাস চলছিল। সংশোধিত ফলে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীদের উল্লাসে ভাটা পড়ায় মানসিকভাবে ভেঙে পড়েছে শিক্ষার্থীরা।
দেওয়ানগঞ্জ পৌর এলাকার আজিজা রোজ বার্ড কলেজিয়েট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মৌ আক্তার আব্দুল খালেজ মেমোরিয়াল কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। বৃত্তি পরীক্ষায় রোল ছিল ‘ম-৮১’। বৃত্তি পরীক্ষার রেজাল্ট বের হলে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীর স্বজনদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। পরবর্তীতে সংশোধিত ফলাফলে সে অকৃতকার্য হলে মানসিকভাবে ভেঙে পড়ে।
পোল্যাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোবিন্দ বাবু প্রথম রেজাল্টে সাধারণ বৃত্তি পেলেও পরে অকৃতকার্য হওয়ায় সেও মানসিকভাবে ভেঙে পড়েছে।
শনিবার সকালে শিক্ষার্থী মৌ আক্তারের বাড়িতে গিয়ে দেখা যায় কান্না করে বিলাপ সে বলছিল- ‘পইড়ে কি হইবো ফলাফল নিয়ে লুকোচুরি আর পড়মু না’। মৌ আরও জানায়, তার বিদ্যালয়ে আরও পাঁচ শিক্ষার্থী আগে পাশ করলেও পরে ফেল করেছে।
শিক্ষার্থীর মা হাসিনা আক্তার জানান, আগের রেজাল্টে মিষ্টি বিতরণ করেছি, পরবর্তীতে ফেল করায় মৌ আর ঠিকমতো খেতেও চায় না, শুধু কান্না করছে।
দেওয়ানগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ না নিয়ে সাধারণ কোঠায় বৃত্তি পায়- সংবাদটি ১ মার্চ যুগান্তরে প্রকাশিত হলে দেওয়ানগঞ্জে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানার কাছে জানতে চাইলে তিনি যুগান্তরকে বলেন, আসলে প্রিন্টিং ত্রুটির কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছিল।