দর্শনা-গেদে বন্দর দিয়ে যাতায়াত শুরু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০৮:০৭ পিএম
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্ত চেকপোস্ট দর্শনা শুল্ক স্টেশন (দর্শনা-গেদে) দিয়ে ৩ বছর পর বাংলাদেশিরা পূর্ণাঙ্গভাবে ভারতে যাতায়াতের অনুমতি পেয়েছে।
বৃহস্পতিবার ভারতীয় দিল্লি হাইকমিশনারের একটি পরিপত্র দর্শনা ইমিগ্রেশনে পৌঁছেছে। এতে করে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, বৃহত্তর ফরিদপুর ও কুষ্টিয়ার মানুষের ভারতে যাতায়াতে ভোগান্তি কমবে।
দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশের ইনচার্জ এসআই নাইম জানান, ২০২১ সালের ২১ জানুয়ারি থেকে ভারতীয় কর্তৃপক্ষ দর্শনা স্থলবন্দরে বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ রেখেছিল। তবে ভারতীয়দের জন্য গেদে স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের অনুমতি ছিল।
বৃহস্পতিবার ভারতীয় দিল্লি হাইকমিশনারের একটি পরিপত্র দর্শনা ইমিগ্রেশনে পৌঁছায়। এখন বাংলাদেশিরা ভারতীয় ভিসা নিয়ে দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে যেতে পারবে।