২০ বছর পর মৃত্যুদণ্ডের আসামি গ্রেফতার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ০৯:৩২ পিএম
ময়মসিংহের ঈশ্বরগঞ্জে ভাই হত্যার দায়ে মৃত্যুদণ্ডের পলাতক আসামি ইসমাইলকে ২০ বছর পর গ্রেফতার করেছে র্যাব। দণ্ডপ্রাপ্ত আসামি ইসমাইল উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের তেলোয়ারী গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।
র্যাব-১৪ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে পলাতক ইসমাইলকে গ্রেফতার করে বুধবার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করে।
২০০৩ সালে আসামি ইসমাইল পারিবারিক বিরোধের জেরে তার ভাই ইব্রাহিমকে(৪০) পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে। ২০১২ সালে আসামি ইসমাইলকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড দেন। এরপর থেকেই সে পলাতক ছিল।