মানুষের কঙ্কাল চুরি করে বিক্রি করতেন তারা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ০৬:২৬ পিএম
বগুড়ার শেরপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে। বুধবার সকালে ঘোগা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে রাশেদ ও বেলাল নামের দুজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। মানুষের কঙ্কাল চুরি করে বিক্রি করতেন তারা।
জানা যায়, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পশ্চিম গামারিয়া গ্রামের মনু মিয়ার ছেলে রাশেদ (২৪) ও মৃত রশিদের ছেলে বেলাল হোসেন (২৮) দীর্ঘদিন ধরে মানুষের কঙ্কাল চুরি করে বিক্রি করছিলেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মানুষের কঙ্কাল চুরি করে ঢাকা যাওয়ার খবর পেয়ে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় মানুষের কঙ্কাল উদ্ধার করে এবং রাশেদ ও বেলালকে আটক করে শেরপুর থানায় সোপর্দ করা হয়।
শেরপুর থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার বলেন, মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।