Logo
Logo
×

সারাদেশ

মেডিকেল কলেজ থেকে ছেঁড়া পতাকা খুলে নিয়ে গেলেন ম্যাজিস্ট্রেট!

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৭ পিএম

মেডিকেল কলেজ থেকে ছেঁড়া পতাকা খুলে নিয়ে গেলেন ম্যাজিস্ট্রেট!

পাবনা মেডিকেল কলেজে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ছেঁড়া জাতীয় পতাকা টানানোর অভিযোগে তা খুলে নিয়ে যান ম্যাজিস্ট্রেট। এর প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন মেডিকেল শিক্ষার্থীরা। এ নিয়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে পাবনা মেডিকেল কলেজে মঙ্গলবার ছেঁড়া জাতীয় পতাকা টানানো হয়। এতে জাতীয় পতাকার প্রতি অবমাননা হওয়ায় একজন ম্যাজিস্ট্রেট তা খুলে নিয়ে আসেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীরা বলেন, দিবস উপলক্ষে মহান শহিদদের সম্মানে ক্যাম্পাসে জাতীয় পতাকা টানানো হয়েছিল। কিন্তু সকালে একজন ম্যাজিস্ট্রেট এসে পতাকা খুলে ফেলেন। সব বিধি মোতাবেক পতাকা টানানো হলেও ম্যাজিস্ট্রেট তা খুলে নিয়ে গেছেন। এর প্রতিবাদে আমরা কলেজের ভবনে তালা দিয়েছি। জাতীয় পতাকা ও কলেজকে যেভাবে অসম্মান করা হয়েছে তার জন্য ক্ষমা না চাইলে অবরোধ ও বিক্ষোভ অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ ওবায়দুল্লাহ ইবনে আলী বলেন, একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে আমাদের অনুষ্ঠান চলছিল। এ সময় একজন ম্যাজিস্ট্রেট এসে ক্যাম্পাসে টানানো পতাকা ছেঁড়া ও রং ঠিক নেই বলে পতাকা খুলে ফেলতে বলেন। তার নির্দেশে এক কর্মচারী পতাকাটি খুলে ফেললে তিনি সেই পতাকা নিয়ে চলে যান। তিনি আমাদের তার নাম-পদবি কিছুই বলেনি, আমরা এখনো তার বিষয়ে জানতে পারেনি। জেলা প্রশাসককে ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে শিক্ষার্থীরা আমাদের কলেজের ভবনে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ছেঁড়া পতাকা খুলে নিয়ে আসছেন ম্যাজিস্ট্রেট। এ নিয়ে শিক্ষার্থীরা অযৌক্তিকভাবে আন্দোলন করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের বলেছি- তারা অবরোধ প্রত্যাহার করতে।

বিকালে পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের নাম প্রকাশ করতে অপরাগত প্রকাশ করে বলেন, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে ঠিক হয়ে গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম