Logo
Logo
×

সারাদেশ

সিংগাইরে ভাষা শহিদ রফিককে স্মরণ

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৪ পিএম

সিংগাইরে ভাষা শহিদ রফিককে স্মরণ

মানিকগঞ্জের সিংগাইরেররফিক নগর গ্রামে ভাষা শহিদ রফিকের বাড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে শহিদ মিনারে ভোর থেকে উপজেলা প্রশাসন,থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি স্কুল কলেজ,ব্যবসায়ী,এনজিও প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পণ করে। 

অপরদিকে সকাল ১০টার দিকে উপজেলা বলধারা ইউনিয়নে রফিক নগর গ্রামে ভাষা শহিদ রফিকের বাড়িতে শহিদ মিনারে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন,জেলা প্রশাসক মুহাম্মদআব্দুল লতিফ,জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান বার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

পরে  ভাষা শহিদ রফিক স্মৃতি পরিষদের আয়োজনে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তোবারক হোসেন লুঠুর সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তব্য রাখেনজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন,জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ,সিংগাইর সার্কেলের সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান,ইউএনও দিপন দেবনাথ,ওসি সফিকুল ইসলাম মোল্যা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার,জেলা পরিষদের সদস্য মো.তমিজ উদ্দিন,ভাষা শহীদ রফিকের ভাতিজা আব্দুর রউফ প্রমুখ। 

উপস্থিত ছিলেনভাষা শহিদ রফিকের ছোট ভাই মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার,জেলা পরিষদ সদস্য এফএম রিপন আক্তার,লেখক ও গবেষক মিয়া জান কবির। এছাড়ারাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম