দোহারে ভাষা শহিদদের প্রতি জাতীয় পার্টির শ্রদ্ধা
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৭ পিএম
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকার দোহার উপজেলা জাতীয় পার্টির সভাপতি হায়দার ব্যাপারী ও সাধারণ সম্পাদক জানে আলমের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির পক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার সকালে দোহার কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় দোহার উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন, ভাষা শহিদদের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে আমাদের। ভাষা আন্দোলনের পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লড়াই করে আমরা বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বর্তমান সরকারের এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মহাজোটের বিকল্প নেই। তাই আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় দোহার উপজেলা জাতীয় পার্টি, মহিলা পার্টি, কৃষক পার্টি, ছাত্র সমাজসহ জাতীয় পার্টির উপজেলা, ইউনিয়ন কমিটির সব নেতা উপস্থিত ছিলেন।