নবীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ওপর হামলা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫২ পিএম
ফাইল ছবি
নবীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ওপর হামলা করেছে সংঘবদ্ধ বখাটেরা। সোমবার সন্ধ্যায় নবীনগর পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
বখাটেদের হামলার শিকার শিক্ষার্থীরা হলেন— আব্দুর রহমান, দীপ্তি, ফাহমিদা, ফারহানা নাদিয়া ও শুভ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বখাটেদের হামলার শিকার শিক্ষর্থীরা সবাই নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় ও নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
সোমবার সন্ধ্যায় নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ১০-১৫ জন বখাটে তাদের ওপর হামলা করে। পরে হামলায় আহত ছাত্র-ছাত্রীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করা হয়।
আহত ছাত্র-ছাত্রীরা বলেন, ‘কয়েক মাস ধরে আমরা কোচিং করছি। আমরা প্রতিদিনই ইভটিজিংয়ের শিকার হচ্ছি। সোমবার কোচিং শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় ১৫-২০ জন সংঘবদ্ধ বখাটে আমাদের ওপর হামলা করে। ’
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর মো. আবু তাহের বলেন, ‘যেসব ছাত্র-ছাত্রীদের ওপর হামলা হয়েছে তারা এলাকার মেধাবী শিক্ষর্থী। এইসব বখাটেদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ’
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তাদের অভিভাবকরা থানায় এসে লিখিত অভিযোগ দিচ্ছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।