Logo
Logo
×

সারাদেশ

খননের দুই বছরেই শুকিয়ে গেছে ধলেশ্বরী নদী

নদীর বুকে চাষ হচ্ছে ধান ভুট্টাসহ নানা ফসল

Icon

মতিউর রহমান, মানিকগঞ্জ

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১৪ পিএম

খননের দুই বছরেই শুকিয়ে গেছে ধলেশ্বরী নদী

‘বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০’ নামের মহাপরিকল্পনার আওতায় মানিকগঞ্জের ধলেশ্বরী নদী খনন হয়েছে মাত্র বছর দুই আগে।

এরই মধ্যে নদী পথের বিস্তৃর্ণ এলাকা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এখন নদীর বুকে চাষ হচ্ছে ধান, ভুট্টাসহ নানা ফসল।

শুরু থেকেই অভিযোগ ছিল- নদী খননের নামে স্থানীয় রাজনৈতিক নেতাদের মাটি বাণিজ্য হয়েছে, আর খননের গভীরতা দায়সরা গোছের ছিল।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দীনের দাবি, শুস্ক মৌসুমে এমন নদীতে পানি প্রবাহ ধরে রাখা একটি কঠিন ব্যাপার।

সংশ্লিষ্ট সূত্র মতে, ২০১৮ সালে নদীভাঙন, বন্যা নিয়ন্ত্রণ, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনাসহ ৬টি লক্ষ্য নিয়ে বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০ মহাপরিকল্পনা একনেকে পাশ হয়।

ওই পরিকল্পনার আাওতায় ৬৪ জেলার ছোট নদী, খাল, ও জলাশয় পুণঃখনন প্রকল্পের (প্রথম পর্যায়) অংশ হিসাবে মানিকগঞ্জের ধলেশ্বরী নদী পুনঃখননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড।

ধলেশ্বরী নদীর তিল্লি মুখে চর পড়ে বন্ধ হয়ে যাওয়া এবং নদীতে প্রবাহ না থাকার বিষয়টি স্বীকার করেন মানিকগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দীন।

তিনি বলেন, বর্তমান শুস্ক মৌসুমে এসব নদীতে পানি প্রবাহ রাখা একটি কঠিন ব্যাপার। সারা বছর পানি প্রবাহ নিশ্চিত করতে হলে প্রতি বছরই খনন করতে হবে।

তিনি আরও বলেন, পুনরায় খননের জন্য বরাদ্দ চেয়ে পাঠানো হয়েছে। তবে এখনও বরাদ্দ মিলেনি বলে জানান পানি উন্নয়ন বোর্ডের ওই কর্মকর্তা।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম