Logo
Logo
×

সারাদেশ

জিরো পয়েন্টে ২ বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৬ পিএম

জিরো পয়েন্টে ২ বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হিলি চেকপোস্টের শূন্য রেখায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। ছবি: যুগান্তর

দিনাজপুরের হিলিতে ‘দুই বাংলার সম্প্রীতির প্রয়াস’ এ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে হিলি চেকপোস্টের শূন্য রেখায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা কমান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।

দুই বাংলার ভাষা প্রেমিরা জিরো পয়েন্টে একত্রিত হয়ে একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান তারা। 

এসময় উপস্থিত ছিলেন ভারতের দক্ষিণ দিনাজপুরের উৎজীবন সংগঠনের সম্পাদক সুরজ দাস, বালুরঘাট রেইনবো কালচারাল একাডেমির সম্পাদক শুভঙ্কর রায়, কবি জয়ন্ত চক্রবর্তী ও গৌতম চক্রবর্তীসহ অনেকেই।

বাংলাদেশের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ বিভিন্ন স্তরের মানুষ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম