Logo
Logo
×

সারাদেশ

মেয়াদোত্তীর্ণ সিরাপে ৭ মাসের শিশু হাসপাতালে

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৯ পিএম

মেয়াদোত্তীর্ণ সিরাপে ৭ মাসের শিশু হাসপাতালে

সাতক্ষীরার কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক শিশুকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় ওষুধটি খাওয়ানোর পর থেকেই শুরু হয় বমি। রাত ৯টার দিকে শিশুটিকে ভর্তি করা হয়েছে ওই হাসপাতালে।

সাত মাসের শিশু শরিফা খাতুন কলারোয়া উপজেলার তুলসিডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। জন্ম থেকেই শিশুটি প্রতিবন্ধী।

শিশুটির মা আঁখি খাতুন জানান, জ্বর হওয়ায় শরিফাকে দুপুরের দিকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার দেখার পর দুইটি ওষুধ দেয়। এর মধ্যে সন্ধ্যায় সিরাপটি খাওয়ানোর পর থেকে বমি শুরু হয়। পরে প্রতিবেশীরা এসে দেখেন ওষুধটি মেয়াদ উত্তীর্ণ। বমি না থামায় রাতে হাসপাতালে এনে ভর্তি করেছি। হাসপাতাল থেকে দেওয়া ড্রাই সিরাপটিতে দেখা গেছে ২০২২ সালের নভেম্বরে সেটির মেয়াদ শেষ হয়েছে।

এ বিষয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবর রহমান জানান, শিশুটিকে ভুলক্রমে মেয়াদোত্তীর্ন ওষুধ দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেটা পরিবর্তন করে দেওয়া হয়েছে। শিশুটি বর্তমানে হাসপাতালে ভর্তি আছে এবং সুস্থ আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম