Logo
Logo
×

সারাদেশ

দুর্গাপুরে সম্মাননা পেলেন ৫ গুণীজন

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৯ পিএম

দুর্গাপুরে সম্মাননা পেলেন ৫ গুণীজন

পাঠে পাঠে আত্মজাগরণ এ প্রতিপাদ্যে দুর্গাপুরে সাহিত্যের ধারক জলসিঁড়ি প্রাঙ্গণ ও ‘জলসিঁড়ি পাঠকেন্দ্রে’র ১১ বছর পূর্তি উপলক্ষ্যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের
স্বীকৃতিস্বরূপ পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

উপজেলার প্রত্যন্ত অঞ্চল গাভিনা গ্রামে শুক্রবার সন্ধ্যায় জলসিঁড়ি পাঠাগারে বার্ষিক আধ্যয়নসভা শেষে এ সম্মাননা প্রদান করা হয়।

পাঠাগারের সভাপতি এডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সম্পাদক দীপক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন অর্থনীতিবিদ ও লেখক ড. সেলিম জাহান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল।

অন্যদের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিজন মোজাম্মেল হোসেন বাচ্চু, এডভোকেট প্রবীর মজুমদার চন্দন।

আলোচনা শেষে কবি শামীম আজাদ, ডাক্তার গণপতি আদিত্য, গল্পকার কিযী তাহনিন, কবি রানা নাগ ও সাংবাদিক মুহম্মদ আকবরকে জলসিঁড়ি সম্মাননা প্রদান করা হয়।

জানা যায়, ২০০২ সালে জলসিঁড়ি অধ্যয়ন পর্ষদ নামে সাহিত্য সংগঠন গড়ে ওঠে, তারপর সংগঠনটি ২০১২ সালে জলসিঁড়ি পাঠকেন্দ্র নামে পাঠাগার স্থাপনের পর থেকে সেলুন পাঠাগার, সৃজনশীল কর্মসূচি ও জলসিঁড়ি পাঠাগার শিশু যুবাদের আত্মজাগরণে এক দশক ধরে পাঠাভ্যাস, পাঠচক্র ও ভর্তুকি দিয়ে দশ টাকায় বই বিতরণ কর্মসূচি করে যাচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম