Logo
Logo
×

সারাদেশ

রংপুরে গৃহবধূর লাশ উদ্ধার

Icon

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৯ পিএম

রংপুরে গৃহবধূর লাশ উদ্ধার

ফাইল ছবি

রংপুরের তারাগঞ্জে রজিফা বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়।

বৃহস্পতিবার বিকালে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের নারায়নজন নদীরপার গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ওবাইদুল ইসলামের স্ত্রী। তার ১৭ বছরের এক মেয়ে ও ১২ বছরের এক ছেলে রয়েছে।

এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার বিকালে গ্যাস ট্যাবলেট খেয়ে যন্ত্রণায় চিৎকার শুরু করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই দিন রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার গৃহবধূর স্বামী ওবাইদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে কোনো ঝগড়া-ঝাটি নেই। তারপরও কী কারণে যে গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করল জানি না।’

তারাগঞ্জ থানার এসআই মমতাছের রহমান বলেন, ওই গৃহবধূর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম