ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ আরোহীর মৃত্যু
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২৭ এএম
ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের গুনগ্রামের কাছে হাজীনগরে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই মারা যান ৩ আরোহী। নিহতরা হচ্ছেন-স্থানীয় লাউয়া গ্রামের সহিদ মিয়ার ছেলে সোনা মিয়া (২০), অষ্টচল্লিশা গ্রামের মৃত বাছেদের ছেলে আলমগীর হোসেন (৩০) ও ধনবাড়ি এলাকার শ্রী হরিপুর পান কাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে শামীম (২২)। তারা ৩ জনই পেশায় গ্যারেজের মিস্ত্রি।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘাটাইল পৌরশহরের তালতলা এলাকার এক গ্যারেজের মিস্ত্রি গ্যারেজ বন্ধ করে মোটরবাইক নিয়ে হামিদপুরের দিকে যাওয়ার সময় অজ্ঞাত এক গাড়ির চাকায় পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয়।
এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার ইন চার্জ (ওসি) আজহারুল ইসলাম সরকার যুগান্তরকে বলেন, ধারণা করা হচ্ছে তারা বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিল। এতে রং সাইডে গিয়ে অজ্ঞাত গাড়ির মুখোমুখি হয়ে এ ঘটনা ঘটতে পারে। তবে গাড়িটি আটক করা যায়নি।