সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৯ পিএম
সেপটিক ট্যাংক। প্রতীকি ছবি
চট্টগ্রামের হাটহাজারীতে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার উপজেলার দক্ষিণ মার্দাশায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন- মো. ইয়াছিন (২৭) ও মো. বাদশা (২৮)।
হাটহাজারী থানার মদুনাঘাট ফাঁড়ির এসআই মো. আলমগীর জানান, নির্মাণাধীন ওই ভবনের সেপটিক ট্যাংকে তিন শ্রমিক কাজ করতে নামলে দুইজন অসুস্থ হয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস হাটহাজারী স্টেশনের লিডার ফজল মিয়া জানান, বিকালে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই শ্রমিককে উদ্ধার করেন।
তিনি বলেন, ভবনটির সেপটিক ট্যাংকে শাটারিং করা ছিল পাশাপাশি ম্যানহোলও আটকানো ছিল। এক শ্রমিক সেখানে নামার পর উঠে না আসায় আরেকজন নামেন। সেও উঠে না আসায় আমরা গিয়ে তাদের উদ্ধার করি।