Logo
Logo
×

সারাদেশ

মাজারে জিয়ারতে গিয়ে পুকুরে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

Icon

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৭ এএম

মাজারে জিয়ারতে গিয়ে পুকুরে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

সিলেটের জকিগঞ্জে ফুলতলী ছাহেব বাড়ির পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন এক যুবকের (৪০) মৃত্যু হয়েছে।তার নাম খছরু মিয়া।

রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। খছরু সিলেটের বিশ্বনাথ উপজেলার লালাবাজার এলাকার বেতসান্দি গ্রামের মাস্টার সামছুদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, খছরু মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার স্ত্রী, বড় ভাইসহ পরিবারের সদস্যরা তাকে নিয়ে রোববার সিলেটের বিভিন্ন মাজার জিয়ারতে বের হন। বিকালের দিকে ফুলতলী ছাহেব (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে ফুলতলী ছাহেব বাড়িতে আসেন। সন্ধ্যার দিকে খছরু মিয়া ছাহেব বাড়ির পুকুরে গোসল করতে নেমে সাঁতার কেটে মাঝপুকুরে যাওয়ার পর হঠাৎ ডুবে যান।

বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও ফুলতলী ছাহেব (রহ.)-এর নাতি মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান বলেন, মানসিক ভারসাম্যহীন খছরু মিয়া প্রতিবছরই ফুলতলী ছাহেব বাড়িতে মাজার জিয়ারতে এসে পুকুরে গোসল ও সাঁতার কাটতেন। রোববারও তিনি এসে সন্ধ্যার দিকে পুকুরে গোসলে নেমে সাঁতার কাটতে গিয়ে ডুবে যান। তার সঙ্গে পরিবারের লোকজন ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম