Logo
Logo
×

সারাদেশ

মেয়েদের ছবি নিয়ে ব্ল্যাকমেইল, ডেলিভারিম্যান গ্রেফতার

Icon

স্টাফ রিপোর্টার, গাজীপুর 

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫১ পিএম

মেয়েদের ছবি নিয়ে ব্ল্যাকমেইল, ডেলিভারিম্যান গ্রেফতার

গাজীপুরে পণ্য ডেলিভারি দিতে গিয়ে কৌশলে গোপন মুহূর্তের ছবি নিয়ে ব্ল্যাকমেইল করতেন ডেলিভারিম্যান। এই অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে ডেলিভারিম্যানকে গ্রেফতার করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 

গ্রেফতারকৃত মিজানুর রহমান (২২) জামালপুর জেলার ইসলামপুর থানার চরগাওকোড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে।

শনিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর তথ্য জানান জিএমপি পুলিশের উপপুলিশ কমিশনার রেজওয়ান ইসলাম।

তিনি জানান, জয়দেবপুর এলাকার হাশেম (ছদ্মানাম) নামে একজন ব্যক্তি অভিযোগ করেন, তার মেয়ে অনন্যা আক্তারের (ছদ্মনাম) (১৫) আপত্তিকর কিছু ছবি ডেলিভারিম্যান বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করে। টাকা না দিলে অনন্যা আক্তারের ছবি ভাইরাল করার হুমকি প্রদান করে। এতে তার মেয়ে লোক লজ্জার ভয়ে মানুষিকভাবে ভেঙে পড়ে এবং পড়ালেখা বন্ধ করে দিয়ে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে। 

আসামির ব্যবহৃত মোবাইলটি যাচাই-বাছাই এবং জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, দারাজ অনলাইন শপে নারী ও উঠতি বয়সি মেয়েদের টার্গেট করে মূলত অনলাইনে পন্য অর্ডার দেওয়ার পরে ডেলিভারির সময় উক্ত ডেলিভারিম্যান ক্রেতার গুগল লোকেশনে অ্যান্ড্রোডে অ্যাড করে দেওয়ার কথা বলে কৌশলে ক্রেতার মোবাইলটি হাতে নিয়ে গুগল ফটোতে ঢুকে শেয়ারিং অপশনে গিয়ে শেয়ার উইথ পার্টনার হিসাবে ধৃত ডেলিভারিম্যান তার ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করে মোবাইলটি ক্রেতাকে ফেরত দিয়ে দিত।

পরবর্তীতে ডেলিভারিম্যান তার সুবিধামত সময়ে মোবাইলের গুগল ফটোতে ঢুকে শেয়ারকৃত নারী ক্রেতার গুগলে থাকা সব ছবি তার মোবাইলে ডাউনলোড করে নিয়ে নিত। এভাবেই ধৃত ডেলিভারিম্যান ভিকটিম অনন্যা আক্তারসহ অনেক নারীর আপত্তিকর ও গোপন মুহুর্তের ছবি নিয়ে ব্ল্যাকমেইল করে টাকা চাইত এবং টাকা না দিলেই নেটে ছেড়ে দেওয়ার হুমকি দিত। 

আসামি মিজানুরের মোবাইলে এমন বহু নারীর ব্যক্তিগত মুহুর্ত ও আপত্তিকর ছবিসহ বিভিন্ন লোকের ১১টা ইমেইল আইডি লগইন অবস্থায় পাওয়া যায়।

রেজওয়ান আহমেদ আরও জানান, আসামির বিরুদ্ধে অন্য জেলায় আরও একটি হত্যা মামলা রয়েছে এবং এই ঘটনায় তার বিরুদ্ধে জিএমপি সদর থানা পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম