Logo
Logo
×

সারাদেশ

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জসিম

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫২ পিএম

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জসিম

জন্ম থেকেই দুই হাত নেই জসিম মাতুব্বরের। তাই অদম্য মেধাবী জসীম পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় ৪ দশমিক ২৯ পেয়ে উত্তীর্ণ হয়েছে। লেখাপড়া শেষ করে মানুষ গড়ার কারিগর শিক্ষক হতে চাই সে।

জসিম মাতুব্বর জানায়, ফরিদপুর সিটি কলেজের বিএম শাখা থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে ৪ দশমিক ২৯ পেয়ে পাশ করে সে। চার ভাই এক বোনের মধ্যে সে সবার বড়। পড়ালেখা শেষ করে পরিবারের দায়িত্ব কাঁধে নিতে চাই। সবার দোয়া ও সহযোগিতা চেয়েছে সে।

জসিম ফরিদপুরের নগরকান্দা উপজেলার কদমতলী গ্রামের উত্তরপাড়ার দরিদ্র কৃষক হানিফ মাতুব্বরের ছেলে। নগরকান্দা বাজারে পা দিয়ে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে সে।

জসিম মাতুব্বরের বাবা হানিফ মাতুব্বর বলেন, জসিম জন্মের পর থেকে প্রতিবন্ধী। তার দুটি হাত নেই। স্বাভাবিক চলাফেরাও ঠিকমতো করতে পারে না। তবে জসিম বেশ মেধাবী। বাবা হিসেবে তার এ সাফল্যে আমি গর্বিত।

নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন, জসিম মাতুব্বর একজন অদম্য মেধাবী শিক্ষার্থী। জসিম পা দিয়ে লিখে এবার এইচএসসি পাশ করেছে। তার প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করব।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক বলেন, মেধাবী অদম্য জসিম মাতুব্বরের লেখাপড়ার বিষয়ে এবং সামনের দিকে এগিয়ে যেতে নিয়ম অনুযায়ী সাধ্যমতো সাহায্য সহযোগিতার চেষ্টা করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম