Logo
Logo
×

সারাদেশ

যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে সখীপুরে আলোচনা সভা

Icon

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৯ পিএম

যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে সখীপুরে আলোচনা সভা

যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে সখীপুরে আলোচনা সভা। ছবি: যুগান্তর

যুগান্তরকে ভালোবেসে পাঠক প্রিয়তার শীর্ষে রেখেছে সারা দেশের মানুষ। যুগান্তর অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে কথা বলে। সাহসের সঙ্গে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায়। কখনো কারও সঙ্গে আপস করেনি। অপরাধীদের বিরুদ্ধে কলম ধরে যুগান্তর। অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার বলেই যুগান্তরকে সবাই ভালোবাসে, আস্থা রাখে।

যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে সখীপুরে রোববার সন্ধ্যায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

সখীপুর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।

প্রেস ক্লাবের সভাপতি ইকবাল গফুরের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন তালুকদার, গজারিয়া ইউপি চেয়ার চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই স্মরণ করা হয় যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে।

স্বাগত বক্তব্যে যুগান্তরের উপজেলা প্রতিনিধি মু. মাসুদ রানা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়ে ২৪ বছরে পা দিয়েছে যুগান্তর। যুগান্তরের দেশের মাটি ও মানুষের প্রতি একটা দায়বদ্ধতা আছে। দেশের প্রেক্ষাপটে চ্যালেঞ্জ মোকাবিলা করেই যুগান্তর এগিয়ে যাচ্ছে। যুগান্তর অভীষ্ট লক্ষ্যে পৌঁছবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি শাকিল আনোয়ার, প্রেস ক্লাবের সহসভাপতি মতিউর রহমান ও তাইবুর রহমান, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি মামুন হায়দার, সমকাল প্রতিনিধি মুহাম্মদ এনামুল হক, আমাদের সময় প্রতিনিধি ফজলুল হক বাপ্পা, বিআরডিবির চেযারম্যান কেবিএম রুহুল আমীন, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বাবুল, আজকের পত্রিকা প্রতিনিধি সাইফুল ইসলাম সানি, মানবজমিন প্রতিনিধি মোজাম্মেল হক সজল, পত্রিকার এজেন্ট শাহীনুজ্জামান শাহীন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম