Logo
Logo
×

সারাদেশ

ঘোড়াঘাটে জমি বিরোধে প্রাণ গেল দুজনের, আটক ৩

Icon

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ১০:২৬ পিএম

ঘোড়াঘাটে জমি বিরোধে প্রাণ গেল দুজনের, আটক ৩

দিনাজপুরে ঘোড়াঘাটে জমি বিরোধ নিয়ে দুপক্ষের মারামারিতে প্রাণ গেল দুজনের। বুধবার সকালে উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের খোদাদাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।  এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
 
ঘটনাস্থলেই মনোয়ার হোসেন মিম (২৪) নামের এক যুবক মারা যান। মিম উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের খোদাদাতপুর গ্রামের হায়দার আলীর ছেলে। অপর ব্যক্তি একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৫)। তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।  

এদিকে আটককৃতরা হলেন- উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মৃত মফিজউদ্দিনের ছেলে ওমর আলী (৫৫), স্ত্রী মোমেতা বেগম (৪৫) ও ছেলে সামিরুল ইসলাম (২০)।

৪নং ঘোড়াঘাট ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু জানান, উপজেলার চুনিয়াপাড়া গ্রামে ১০ শতক জায়গার মালিকানা দীর্ঘদিন থেকে স্থানীয় ওমর আলীর সঙ্গে হায়দার আলীর দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত। মামলা চলমান থাকা সত্ত্বেও ওমর আলী জায়গাটি দখল নেওয়ার চেষ্টা করত।
  
বুধবার সকালে ওমর আলী ওই জমিতে পানি দিতে গেলে হায়দার আলীর ছেলে বাধা দেন। পরে ওমর আলীসহ তার পরিবারের ৫-৬ জন সদস্যকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে।  এতে ঘটনাস্থলেই একজন মারা যান। অন্যজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
 
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আনোয়ার বলেন, এই ঘটনায় সকালে ৫ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুরে রেফার্ড করা হয়েছিল। বর্তমানে ৪ জন আমাদের হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  মামলাও রুজু করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে হত্যায় সংশ্লিষ্টতা পেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম