Logo
Logo
×

সারাদেশ

বাসা থেকে বের হয়ে আর ফেরেনি মাহমুদ 

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১০:৩৩ পিএম

বাসা থেকে বের হয়ে আর ফেরেনি মাহমুদ 

গোপালগঞ্জে মাহমুদ ফাহিম (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। ১৩ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভবানীপুর গ্রাম থেকে সে নিখোঁজ হয়। 

ফাহিম সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ভবানীপুর মাদ্রাসার ছাত্র। সে ভবানীপুর গ্রামের মতি মোল্লার বাসায় থাকত।

নিখোঁজ ছাত্রের বাবা সাইফুল  জানান, নিখোঁজের সময় তার পরনে ছিল কালো রংয়ের ট্রাউজার এবং টি-শার্টের ওপর কালো কোর্ট। তার আনুমানিক উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাইনি।

এ ঘটনায় ১৬ জানুয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম