Logo
Logo
×

সারাদেশ

পাচারকালে বিপন্ন প্রজাতির ২ ভাল্লুক শাবক উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন, কক্সবাজার

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ০৮:৪৭ পিএম

পাচারকালে বিপন্ন প্রজাতির ২ ভাল্লুক শাবক উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় পাচারের উদ্দেশে জিম্মি রাখা বিপন্ন প্রজাতির দুটি ভাল্লুক শাবকসহ আন্তর্জাতিক পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে থানায় মামলা হয়েছে।

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

শুক্রবার রাতে চকরিয়া পৌরসভার দিগর পানখালী এলাকায় এ অভিযান চালানো হয়। এ ঘটনায় গ্রেফতার করা হয় দীপক দাস (৩২) নামের এক পাচারকারীকে। তিনি চকরিয়া পৌরসভার দিগর পানখালী এলাকার মৃত সোনারাম দাসের ছেলে।

পুলিশ জানায়, দেশের বিভিন্ন এলাকায় বন্যপ্রাণী পাচারকারীদের আটকের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। উদ্ধার হওয়া ভাল্লুক শাবক দুটির বয়স আনুমানিক দুই মাস এবং প্রতিটির ওজন এক কেজির বেশি।

ভাল্লুক শাবকসহ গ্রেফতার দীপক দাসের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা হয়েছে বলে জানান এসপি মো. মাহফুজুল ইসলাম।

চকরিয়া ভাল্লুক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম