Logo
Logo
×

সারাদেশ

টঙ্গী রেলওয়ে বস্তিতে খাবার বিতরণ করলেন সেই ইবিট লিও

Icon

টঙ্গী প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০৯:১৯ পিএম

টঙ্গী রেলওয়ে বস্তিতে খাবার বিতরণ করলেন সেই ইবিট লিও

টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে বিদেশি নিবাসে অবস্থান করছেন মালয়েশিয়ার মানবতার ফেরিওয়ালাখ্যাত বিশ্ব বিখ্যাত দাঈ ইবিট লিও। ইবিট লিও একজন মালয়েশিয়ান চাইনিজ মুসলিম। তার পুরো নাম ইবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিও। 

শুক্রবার সকালে ইজতেমা ময়দানের পাশে আরিচপুর রেলওয়ে ব্রিজসংলগ্ন বস্তিতে খাবার বিতরণ করেছেন তিনি। ইজতেমা ময়দান থেকে দুই পাতিল রান্না করা কাচ্চি বিরিয়ানি নিয়ে রেলওয়ে বস্তিতে গিয়ে ছোট ছোট ছেলেমেয়ে, নারী ও বস্তিবাসীর মাঝে বিতরণ করেন। 

খাবার বিতরণের সময়কার কয়েকটি ছবি তিনি তার ভেরিফায়েড প্রোফাইল থেকে ফেসবুকে শেয়ার করেন। 

সেখানে তিনি লিখেন- তাদের এ অবস্থা দেখে আমার খুব কষ্ট লেগেছে। যারা রেলওয়ে বস্তিতে বাস করে তাদের জন্য আমরা খাবার সরবরাহ করি। তারা খাবার নিতে ছুটছে। এই শীতের সকালে তারা গরম খাবার পেয়ে খুবই খুশি। এখানে ছোট ছোট অনাথ শিশু রয়েছে। এখানকার জীবন আশ্চর্যজনক; যা থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এখানে নানা প্রকৃতির মানুষ আছে এবং তারা সবাই খুব বন্ধুসুলভ।

বস্তির শিশু সুমাইয়া বলে- বিদেশের হুজুর আমাগো বিরিয়ানি দিছে, আমরা মজা করে খেয়েছি।

রেলওয়ে বস্তির বাসিন্দা আসমা বেগম, জরিনা খাতুন, আম্বিয়া খাতুন বলেন, হুজুরের কথা আমরা বুঝি নাই। তিনি সকালে খাবার নিয়ে এসে ডেকে ডেকে সবাইকে খাবার দিয়েছেন। ছোট ছোট শিশুদের নিজ হাতে খাবার তুলে খাইয়েছেন। তিনি খুব ভালো মানুষ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম