Logo
Logo
×

সারাদেশ

‘স্বতন্ত্র প্রার্থী হয়েও আব্দুস সাত্তার জয়লাভ করবেন’

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৭:০৮ পিএম

‘স্বতন্ত্র প্রার্থী হয়েও আব্দুস সাত্তার জয়লাভ করবেন’

বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। 

বুধবার বিকালে তার পক্ষে ছেলে মাঈনুল হোসেন তুষার মনোনয়নপত্র জমা দেন।

বিএনপি সরকারের আমলে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা আব্দুস সাত্তার ভূঁইয়া পাঁচ বার সংসদ সদস্য ছিলেন। 

বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর আব্দুস সাত্তার ভূঁইয়া সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। পরে দল থেকেও পদত্যাগ করেন তিনি।

আব্দুস সাত্তারের ঘনিষ্ঠজন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার বলেন, স্বতন্ত্র প্রার্থী হয়েও আব্দুস সাত্তার ভূঁইয়া জয়লাভ করবেন। শুরুতে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন। শেষ জয়টাও স্বতন্ত্র প্রার্থী দিয়েই হবে। সরাইলের বিএনপি মানে আব্দুস সাত্তার ভূঁইয়া। তাকে ছাড়া সরাইল-আশুগঞ্জ তথা ব্রাহ্মণবাড়িয়ার বিএনপিকে কল্পনাও করা যায় না। 

তিনি আরও বলেন, তাকে (আব্দুস সাত্তার ভূঁইয়া) দেখে আমরা রাজনীতি শিখেছি। উনি পাঁচবারের এমপি ছিলেন। প্রতিমন্ত্রী ছিলেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। বিএনপির মূল অংশ সাত্তার সাহেবের সঙ্গে আছে। নব্য বিএনপি উনার সঙ্গে না থাকলে কিছু আসে যায় না। 

আব্দুস সাত্তার ভূঁইয়ার পদত্যাগ করার কারণ জানতে চাইলে তিনি বলেন, উনি বার বার বিএনপির হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও পারেননি। এমনকি উনার নিজ জেলায় বিএনপির কমিটি করার সময় উনাকে জানানো হয়নি। সেজন্য উনি ক্ষোভে দল থেকে পদত্যাগ করেন।
 
সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর ধরে চাইতেছে বিএনপিকে ভাঙার জন্য। সেই চেষ্টা আজ সফল হয়েছে। সাত্তার সাহেব সরকারের পাতানো ফাঁদে পা দিয়েছেন। উনি ওনার ছেলের পরামর্শে চলেন। এমনও হতে পারে সরকারের কাছে বিক্রি হয়ে গেছেন।

তিনি বলেন, আমরা সরাইল বিএনপিসহ অন্যান্য অঙ্গ সংগঠন সংবাদ সম্মেলন করে সাত্তার সাহেবকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। যদি আমাদের কোনো নেতাকর্মী কেউ তার সঙ্গে যায়, তাহলে আমরা তার বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম