Logo
Logo
×

সারাদেশ

হাদির খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে: টুকু

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ এএম

হাদির খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে: টুকু

টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেছেন। তার হত্যাকারীরা ভারতে পালিয়ে গেলেও তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এছাড়াও এই হত্যার জন্য পেছন থেকে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরও খুঁজে বের করে বিচার নিশ্চিত করতে হবে।

শুক্রবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জুলাই অভ্যত্থানপন্থি গণতান্ত্রিক শক্তিসমূহ আয়োজিত সমাবেশে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে বসে খুনের নকশা করা হচ্ছে। ওসমান হাদিকে যারা গুলি করেছে, তারা ভারতে পালিয়ে গেছে। কীভাবে তারা পালাল, সে বিষয়ে প্রশাসনকে জবাব দিতে হবে। নির্বাচন বানচালের জন্য ভারতে বসে ষড়যন্ত্র করা হবে আর বাংলাদেশের মানুষ বসে থাকবে, তা থাকবে না। এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ওই খুনিদের বিচার দ্রুত শেষ হবে, ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করেছেন। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। সুস্থ অবস্থায় কারাবরণ করেছেন, অসুস্থ অবস্থায় হুইলচেয়ারে করে কারাগার থেকে বের হতে হয়েছে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে টাঙ্গাইল শহরের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে সমাবেশে বক্তব্য রাখেন- গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা রহমান বীথি, এনসিপির প্রার্থী মো. মাসুদুর রহমান রাসেল, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল আমিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ জুলাই অভ্যত্থানপন্থি গণতান্ত্রিক শক্তির নেতারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম