বাউফলে শিশু শ্রমিককে খুনতি দিয়ে পিটিয়ে জখম
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ এএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পটুয়াখালীর বাউফলে তুচ্ছ ঘটনার জেরে এক শিশু শ্রমিককে খুনতি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাউফল পৌর শহরের পাবলিক মাঠসংলগ্ন আনন্দ ফুড কর্ণারে ঘটনাটি ঘটে ।
স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দ ফুড কর্নারের মালিক আলমগীর মুন্সির একটি ভ্রাম্যমাণ খাবারের দোকানে জিসান (১১) ও রেজাউল (৩৫) নামে দুইজন কাজ করতো।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় কাজের সময় জিসানের সঙ্গে রেজাউলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রেজাউল শিশুটিকে গালিগালাজ করলে জিসান পাল্টা জবাব দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে রেজাউল রান্নার কাজে ব্যবহৃত খুনতি দিয়ে জিসানের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে আঘাত করে।
এতে জিসান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর অভিযুক্ত রেজাউলকে বাউফল থানা পুলিশ আটক করে।
শিশু শ্রমিক জিসান হাওলাদার অভিযোগ করে জানায়, রেজাউল তাকে সবসময় গালমন্দ করতেন। ঘটনার দিন তিনি ক্ষুব্ধ হয়ে পাল্টা কথা বললে রেজাউল রান্নার কাজে ব্যবহৃত লোহার খুন্তি দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করেন।
অন্যদিকে অভিযুক্ত রেজাউল দাবি করেন, খুন্তি হাতে জিসানকে ভয় দেখানোর সময় ভুলবশত তার মুখে আঘাত লাগে। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর উল্টো জিসানের বাবা এসে তাকে মারধর করেন।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘রেজাউল পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
