লালমোহন পৌরসভার সাবেক মেয়র তুহিন আটক
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার লালমোহন পৌরসভার সাবেক মেয়র এমদাদুল ইসলাম তুহিনকে আটক করেছে লালমোহন থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে থানার সামনে নিজের ডায়াগনস্টিক অফিস থেকে তাকে আটক করা হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সাবেক মেয়র তুহিনের বিরুদ্ধে মামলা রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের নেতা এমদাদুল ইসলাম তুহিন লালমোহন পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র ছিলেন। ৫ আগস্ট পরবর্তী সরকার পতনের পর তাকে মেয়র থেকে বহিষ্কার করা হয়। এরপর তার বিরুদ্ধে ঢাকা ও লালমোহন থানায় মামলা দায়ের হয়।
