Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইল-১ আসনে চার প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম

টাঙ্গাইল-১ আসনে চার প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ আসনে (মধুপুর-ধনবাড়ী) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চারজন প্রার্থী। বুধ ও বৃহস্পতিবার দুপুরে এসব মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

টাঙ্গাইল-১ আসনে (মধুপুর-ধনবাড়ী) মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিন বুধবার তিন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।

এদিন বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলীর পক্ষে নেতাকর্মীরা মনোনয়ন ফরম গ্রহণ করেছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেনের হাত থেকে তারা ফরম গ্রহণ করেন।

এদিকে বৃহস্পতিবার দুপুরে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ। তার পক্ষের কর্মী-সমর্থকরা সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেনের কাছ থেকে এ ফরম সংগ্রহ করেছে। বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন কর্নেল আজাদ। না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে কাজ করে যাচ্ছেন।

মধুপুর উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা তারেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়েছে এবং মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাইসহ নির্দিষ্ট নির্বাচনি কার্যক্রম অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচির ভিত্তিতে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন জানান, আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়ার নির্ধারিত সময়। গত দুই দিনে এ আসনে নির্বাচন করতে চারজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম