Logo
Logo
×

সারাদেশ

বিস্ফোরণ মামলায় পৌর আ.লীগ সভাপতি গ্রেফতার

Icon

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ এএম

বিস্ফোরণ মামলায় পৌর আ.লীগ সভাপতি গ্রেফতার

আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মতি (৬২)।

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মতিকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে আড়ানী পৌর বাজারের তালতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মতিউর রহমান আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১৭ জানুয়ারি রাত ৯টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলুর পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ১৮ জানুয়ারি ফখরুল হাসান বাবলু বাদী হয়ে ১১২ জনকে আসামি করে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে মতিউর রহমান মতি অন্যতম। 

বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, ককটেল বিস্ফোরণ মামলার আসামি মতিউর রহমান মতি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম