‘জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন’
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে দলের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন ও দেশ স্বাধীন করেছেন।
স্বাধীনতার পর জিয়াউর রহমান যখন ব্যারাকে ফিরে গেছেন, তখন রাজনৈতিক নেতারা বাকশাল গঠন করেছিলেন। ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। কলার পাতায় মানুষকে দাফন করা হয়েছিল- এগুলো আপনাদের নিশ্চয়ই মনে আছে।
বুধবার বিকালে টাঙ্গাইলে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বিজয় উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর একদিনে সব জিনিসপত্রের দাম কমেছিল। দেশে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল, বাকশাল বাতিল করা হয়েছিল। জিয়াউর রহমান এসে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু করেছিলেন। কৃষি উৎপাদন তিনগুণ বেড়েছিল। জিয়াউর রহমান শিল্প বিপ্লবের ডাক দিয়েছিলেন। সেই সময় আমরা বিদেশে চাল রপ্তানি করেছি।
তিনি আরও বলেন, দেশের একটি মহল চক্রান্তের ওপর চক্রান্ত ও ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে হত্যা করেছিল। দেশ বিপদে পড়ে কেঁপে উঠেছিল। জিয়াউর রহমানের জানাজায় ৪০ লাখ মানুষ অংশ নিয়েছিলেন। সেই সময় দেশের মানুষ আপনারাই ঐক্যবদ্ধ ছিলেন। যে কারণে জিয়াউর রহমানের আদর্শকে ও বিএনপিকে ধ্বংস করা যায়নি। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে খালেদা জিয়া ক্ষমতায় এসেছিলেন। খালেদা জিয়া ক্ষমতায় এসে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
এতে প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। জেলা শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক শ্যামল হোড়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- শ্রমিক ফেডারেশনের সাবেক উপদেষ্টা বিএনপি নেতা আলী ইমাম তপন ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক। এতে বক্তব্য রাখেন- জেলা শ্রমিক ফেডারেশনের সদস্য সচিব মোমিনুল ইসলাম লাভলু, সহ-সদস্য সচিব উদয় লাল গৌড় প্রমুখ।
এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
