ধুনট উপজেলা আ.লীগ সভাপতি-সম্পাদকসহ ১০৫ জনের বিরুদ্ধে মামলা
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার ধুনটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৩৫ জনের নাম উল্লেখ করে ১০৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাঁশপাতা গ্রামের রাজু আহম্মেদ বুধবার রাতে থানায় মামলাটি করেছেন।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি।
মামলার প্রধান আসামি হলেন- ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান টিআইএম নুরুন্নবী তারিক এবং সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আসিফ ইকবাল সনি।
মামলা সূত্র জানায়, গত ৩০ নভেম্বর রাত ২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনির নেতৃত্বে চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করা হয়। তারা সেখানে জয়বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন।
এদিকে গত ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সমর্থকের বিরুদ্ধে হত্যা এবং নাশকতার মামলা হয়েছে। অনেকে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন। এরপর গ্রেফতার ও মব হয়রানি এড়াতে বিপুলসংখ্যক আসামি পরিবার ও বাড়িঘর ফেলে পালিয়ে রয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে এহেন মামলায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝে আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ধুনট উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী বলেন, ধানের শীষের ভোটের ক্ষতি করতে এ মামলা করা হয়েছে। ফেসবুকে একই ধরনের মন্তব্য করেছেন, এক জামায়াত নেতা।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম এ মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
