Logo
Logo
×

কর্পোরেট নিউজ

ব্লকচেইন-ভিত্তিক ‘গ্রীণ এলসি’র প্রুফ অব কনসেপ্ট সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৪:২১ পিএম

ব্লকচেইন-ভিত্তিক ‘গ্রীণ এলসি’র প্রুফ অব কনসেপ্ট সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক

ব্লক চেইন প্রযুক্তিতে বাংলাদেশে তৈরি ‘গ্রীণ এলসি’ প্ল্যাটফর্মের প্রুফ অব কনসেপ্ট (পিওসি) সফলভাবে সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। 

‘গ্রীন এলসি’ সিস্টেমটি বাংলাদেশে স্থানীয়ভাবে তৈরি প্রথম ডিজিটাল ট্রেড প্ল্যাটফর্ম যেটির মাধ্যমে প্রথম অভ্যন্তরীণ এলসি ইস্যু করেছে প্রাইম ব্যাংক। বাংলাদেশের ট্রেড ডিজিটাইজেশন ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। উল্লিখিত প্রক্রিয়ায় বেনেফিশিয়ারি ব্যাংক হিসেবে সহযোগী ভূমিকা পালন করেছে ঢাকা ব্যাংক পিএলসি।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রাইম ব্যাংক ও ঢাকা ব্যাংক এই উদ্যোগ বাস্তবায়ন করেছে। এর ফলে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো এলসি লেনদেনের ক্ষেত্রে ইলেকট্রনিক সল্যুশন ব্যবহারে উৎসাহিত হবে। এই ইলেকট্রনিক সল্যুশনের আওতায় এলসি’র ট্রান্সমিশন, অ্যাডভাইজিং, প্রেজেন্টেশন, এক্সেপটেন্স এবং তৎপরবর্তী সকল প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে। 

ইতিপূর্বে, গ্রীণ এলসি বাস্তবায়নে প্রাইম ব্যাংক এবং প্ল্যাটফর্মটির প্রযুক্তি পার্টনার স্পেকট্রাম সফটওয়্যার এন্ড কনসালটিং (প্রাইভেট) লিমিটেডের উদ্যোগে দেশের শীর্ষস্থানীয় তিনটি ব্যাংক অংশগ্রহণ করে। এই যৌথ উদ্যোগটি বাংলাদেশে একটি নিরাপদ, স্বচ্ছ ও অত্যন্ত দক্ষ ডিজিটাল ট্রেড ইকোসিস্টেম গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করছে। 

প্রাইম ব্যাংক প্রতিনিয়ত ডিজিটাল উদ্ভাবনের প্রতি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিনিয়ত নানা উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে ব্যাংকটি দেশের অভ্যন্তরীণ বাণিজ্য পরিচালনা পদ্ধতিকে শতভাগ ডিজিটাল, নিরবচ্ছিন্ন এবং কাগজবিহীন একটি কাঠামোর রূপ দিতে বদ্ধপরিকর।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম