Logo
Logo
×

কর্পোরেট নিউজ

সিসিডিবির জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণা স্কলারশিপের উদ্বোধনী কর্মশালা

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০১:২৫ এএম

সিসিডিবির জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণা স্কলারশিপের উদ্বোধনী কর্মশালা

দ্য ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) আয়োজনে ‘সিসিডিবি স্কলারশিপ প্রোগ্রাম ফর সাসটেইনেবল ক্লাইমেট অ্যাকশন: এমপাওয়ার ফিউচার লিডারস’ শীর্ষক উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর হলিডে ইন, ঢাকা সিটি সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) সেক্রেটারি টু এক্সিকিউটিভ ডিরেক্টর জুয়েল কর্মকারের সঞ্চালনায় কর্মশালা উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) ক্লাইমেট চেইঞ্জ প্রোগ্রামের প্রধান মো. ফয়েজউল্লাহ তালুকদার।

কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) জেনারেল বডি মেম্বার ও সাবেক সহসভাপতি অধ্যাপক হ্যারল্ড স্বাগত বাড়ৈ এবং ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) ক্লাইমেট চেইঞ্জ প্রোগ্রামের টেকনিক্যাল অ্যাডভাইজর অধ্যাপক ড. শারমিন্দ নীলোর্মি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের (বিসিএএস) নির্বাহী পরিচালক ড. আতিক রহমান।

এছাড়াও প্যানেল ডিসকাসন পর্বে আলোচনা করেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড ডেভেলেপমেন্টে (আইসিসিসিএডি) প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুমাইয়া বিনতে সেলিম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স (এফআইএমএস) বিভাগের প্রফেসর ড. আফসানা পারভীন, ক্লাইমেট ব্রিজ ফান্ড ব্র্যাকের হেড অব সেক্রেটারিয়েট ড. মো. গোলাম রাব্বানী এবং সেন্টার ফর গ্লোবাল চেইঞ্জের নির্বাহী পরিচালক ড. আহসান উদ্দিন আহমেদ।

পরে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ উপস্থিত ডেলিগেটবৃন্দ। 

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) ডেপুটি নির্বাহী পরিচালক চন্দন চার্লস গোমেজ।

ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার তার বক্তব্যে বলেন, ‘মানুষ প্রতিনিয়ত বিপর্যয়ের মুখোমুখি হয়ে এডাপটেশনের চেষ্টা করছে। এক্ষেত্রে গ্লোবাল কনটেক্স থেকে জ্ঞান আহরণ করে কমিউনিটি পর্যায়ে তা বাস্তবায়ন করা যায়। এই লক্ষ্যে বিগত ৫০ বছর ধরে সিসিডিবি প্রান্তিক জনগোষ্ঠীর ডিগনিটি নিয়ে কাজ করছে’।

তিনি আরও বলেন, ‘সিসিডিবি সরকার, ‘বিভিন্ন গবেষণা সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোলাবরেটিভলি কাজ করে চলেছে। ফলে এই প্রোগ্রাম শুধু আমাদের জ্ঞান বৃদ্ধিই করবে না বরং এটি আমাদের নতুন নেটওয়ার্ক তৈরিতেও সাহায্য করবে’। 

ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) ক্লাইমেট চেইঞ্জ প্রোগ্রামের প্রধান মো. ফয়েজউল্লাহ তালুকদার তার বক্তব্যে বলেন, ‘আমরা ক্লাইমেট চেইঞ্জ নিয়ে এত এত কাজ করছি কিন্তু আমাদের প্রপার ডকুমেন্টেশন নেই। এছাড়া গ্রাউন্ড পার্টিসিপেশনেও যথেষ্ট গ্যাপ আছে। একচুয়াল সিনারিও তুলে আনতে হলে ফিল্ড ওয়ার্কে গুরুত্ব দিতে হবে। ডেটা সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং পরিপূর্ণ ডকুমেন্টেশন রাখতে হবে। তাহলে আমরা অথেনটিক ফলাফল পাব।’ এ সময় অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম