Logo
Logo
×

কর্পোরেট নিউজ

মালিক সাঈদ স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও নিযুক্ত

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ পিএম

মালিক সাঈদ স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও নিযুক্ত

মালিক মোহাম্মেদ সাঈদ

মালিক মোহাম্মেদ সাঈদ সম্প্রতি স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে পদোন্নতি পেয়েছেন। ২০০২ সালে তিনি ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এ যোগদান করেন। ২০ বছরেরও বেশি সময় ধরে এফএমসিজি (FMCG) সেক্টরে কাজের অভিজ্ঞতায় নিজেকে যেমন ঋদ্ধ করেছেন, তেমনি কোম্পানির প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি।

দীর্ঘ এই সময়ে তিনি চীফ অপারেশন অফিসার (COO), হেড অফ অপারেশন এবং হেড অফ মার্কেটিং-এর মতো নানা গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। নেতৃত্বের গুণে ও শিল্পখাত সম্পর্কে গভীর জ্ঞানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-কে উত্তরোত্তর সমৃদ্ধির শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অগ্রগণ্য।

মালিক মোহাম্মেদ সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (IBA) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এরপর স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড পরিবারের সাথে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি বর্তমানে প্রধান নির্বাহী কর্মকর্তা(CEO) হিসাবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন, তার এই সাফল্যে আমরা আনন্দিত। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড পরিবারের পক্ষ থেকে তাকে জানাই প্রাণঢালা অভিনন্দন!

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম