আকিজ টেবিলওয়্যারের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার এম্পোরিয়ামের শুভ উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম

দেশের প্রিমিয়াম টেবিলওয়্যার ব্র্যান্ড এবং আকিজ বশির গ্রুপের গর্বিত অংশ আকিজ টেবিলওয়্যার, টঙ্গী, ঢাকায় তাদের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার এম্পোরিয়াম এর উদ্বোধন করছে ২৯ শে জানুয়ারি ২০২৫ তারিখ।
এই আধুনিক শোরুমটি গ্রাহকদের জন্য আকিজ টেবিলওয়্যার-এর নান্দনিক ও যুগ-উপযোগী ডিজাইনের পণ্যসমূহ একসাথে উপস্থাপন করার সুযোগ করে দিয়েছে।
ডিসপ্লে সেন্টারটিতে থাকছে আকর্ষণীয় ডিজাইনের ডিনার সেট ও বিভিন্ন উপলক্ষ্যের জন্য দৃষ্টিনন্দন, বর্ণিল ও বাহারী সব নিত্য ব্যবহার্য সিরামিক পণ্য সহ আরও নতুন সম্ভার, যা প্রতিটি খাবার পরিবেশনকে আরও নান্দনিক করে তুলতে সাহায্য করবে। শোরুমে আসা গ্রাহকরা সংশ্লিষ্টদের সাথে পরামর্শ নিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পণ্য নির্বাচন করতে পারবেন।
স্থানীয় এবং আশেপাশের সকল গ্রাহকদের কাছে আকিজ টেবিলওয়্যার এর কাঙ্ক্ষিত পণ্যগুলো পৌঁছে দিতেই উদ্বোধন করা হয়েছে এই ডিসপ্লে সেন্টারটি। আকিজ টেবিলওয়্যার এর এই শোরুমটি পরিদর্শন এবং তাদের সকল পণ্যের মান ও নকশার অভিজ্ঞতা নিতে সকলেই আমন্ত্রিত।