সোনালী ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৪ পিএম
![সোনালী ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/04/Untitled-5-67a22c81bb369.png)
২০২৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে ১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে সোনালী ব্যাংক পিএলসি। সব সূচকে অগ্রগতি ও লক্ষ্যমাত্রা নিশ্চিতকরণে নির্ধারিত ৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মে ২০২৫ তারিখ পর্যন্ত ১০০ দিনে বার্ষিক লক্ষ্যমাত্রার অন্তত ৪০% অর্জনের নির্দেশনা প্রদান করেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।
৪ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন এবং তা বাস্তবায়নে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি।
এমডি অ্যান্ড সিইও এই কর্মসূচির মাধ্যমে রেমিট্যান্স আহরণ, আমানতের প্রবৃদ্ধি, রপ্তানি বাণিজ্য, গ্রিন ব্যাংকিং, খেলাপি ঋণ আদায়, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নসহ সকল সূচকে অগ্রগতি, লক্ষ্য অর্জন ও সর্বোচ্চ সেবা প্রদানের নির্দেশনা দেন এবং এজন্য অর্জনের বিপরীতে পুরস্কার চালুর ঘোষণা দেন।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সকল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের সকল জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার, মাঠ পর্যায়ের সকল জিএম অফিস, প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখা প্রধান এবং সকল শাখা ম্যানেজার অংশ নেন।