ইউসেপে ১ কোটি টাকা দিলেন হাফিজ মজুমদার

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ পিএম

ইউসেপ অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য এবং সাবেক সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার এবং তার কন্যা রানা লায়লা হাফিজ ইউসেপ বোর্ড এবং অ্যাসোসিয়েশনের সদস্যদের হাতে ইউসেপ ওয়েলফেয়ার ট্রাস্টের জন্য ১ কোটি টাকার চেক হস্তান্তর করেন।
এই অনুদান ইউসেপের কার্যক্রমকে সম্প্রসারিত করবে, যা এই দেশের যুবাদের কারিগরী প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অবদান রাখবে বলে ইউসেপ বাংলাদেশের চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেন।
ইউসেপের বোর্ড ও এসোসিয়েশনের সদস্যরা, ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মহোদয় মজুমদার এবং তার পরিবারের প্রতি তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।