ওয়ালটনের ৩৫০ শতাংশ লভ্যাংশ বিতরণ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম
শেয়ার হোল্ডারদের মাঝে ৩৫০ শতাংশ লভ্যাংশ বিতরণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এই টাকা পাঠানো হয়েছে বলে শনিবার ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গত ৩০ জুন ওয়ালটন সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য ৩৫০ শতাংশ এবং স্পন্সর/পরিচালকদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে। পরে কোম্পানির পরিচালনা পর্ষদের ৪০তম সভায় সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়। ২৯ অক্টোবর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডাররা ঘোষিত লভ্যাংশের অনুমোদন করেন।