Logo
Logo
×

কর্পোরেট নিউজ

সঠিক উপাত্ত সংগ্রহ ও ব্যবস্থাপনায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ পিএম

সঠিক উপাত্ত সংগ্রহ ও ব্যবস্থাপনায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ইউএনডিপির আয়োজনে বৃহস্পতিবার ‘জনবান্ধব নীতি প্রণয়নে সঠিক উপাত্ত সংগ্রহ ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সংস্কার ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়। 

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের সহায়তায় ইউএনডিপির স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিজ অ্যান্ড সার্ভিসেস প্রকল্পের আওতায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির গবেষণা সহায়তায় প্রথম আলোর সঙ্গে যৌথভাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. সেলিম রায়হান, নির্বাহী পরিচালক, সানেম (সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং)। 

আলোচনায় আরও অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট ক্ষেত্রের নাগরিক সমাজ সংস্থা, একাডেমিক ব্যক্তিত্ব, সরকারি এবং বেসরকারি সংস্থার অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং ইউএনডিপির প্রতিনিধিবৃন্দ। 

বিশেষজ্ঞ আলোচকবৃন্দ ডেটা ম্যানিপুলেশন বন্ধ, বর্তমান তথ্য সংগ্রহ পদ্ধতির কার্যকারিতা, তথ্য সংগ্রহের বর্তমান পদ্ধতিগত সমস্যাদি এবং একটি স্বায়ত্তশাসিত জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও) এবং একটি স্বাধীন ডেটা কমিশন গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়াও বিশেষজ্ঞরা সঠিক ডেটা সংগ্রহ, জনসাধারণের মধ্যে জবাবদিহিতা নিশ্চিতে মিডিয়ার ভূমিকা নিয়েও কথা বলেন। পাশাপাশি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওপর নাগরিকদের বিশ্বাসযোগ্যতা ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ ও প্রস্তাব প্রণয়নে বক্তারা গুরুত্বারোপ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম