Logo
Logo
×

কর্পোরেট নিউজ

কৃষি মার্কেট সমিতির নবগঠিত কার্যকরী কমিটির যাত্রা শুরু

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম

কৃষি মার্কেট সমিতির নবগঠিত কার্যকরী কমিটির যাত্রা শুরু

চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে কঠোর অবস্থান নিয়ে ন্যায্য মূল্যে সৎ ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছেন মোহাম্মদপুর নতুন কাঁচা বাজার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নবগঠিত কার্যকরী কমিটি। 

একইসঙ্গে কৃষি মার্কেটে নির্মাণাধীন মার্কেটটি আগামী ১ জানুয়ারি ২০২৫ উদ্বোধনের মধ্য দিয়ে ব্যবসায়ীদের দোকান হস্তান্তরের আশাবাদ পূণর্ব্যক্ত করা হয়েছে।

বুধবার (২০নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে 'মোহাম্মদপুর নতুন কাঁচা বাজার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি'র নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে তলবি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই আশাবাদ ব্যক্ত করেন ব্যবসায়ী আব্দুল লতিফ।

সভায় নবগঠিত ১৩ সদস্যের  কমিটিতে সভাপতি পদে মামুন হোসেন ও সম্পাদক পদে মাওলানা আব্দুল হান্নান নির্বাচিত হন। 

মো. আব্দুল লতিফ বলেন, দিন দিন চাঁদাবাজি বাড়ছে। যার ফলে নিত্যপণ্যের দাম অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। আপনাদের ব্যবসায়ীদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ঐক্যবদ্ধ হলে এই চাঁদাবাজদের রুখে দেওয়া খুব একটা কঠিন কাজ হবে না। আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা এই চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। কঠোর হাতে দমন করবেন তাদের। সৎ ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করবেন। 

নির্মাণাধীন মার্কেটের কথা উল্লেখ করে তিনি বলেন, সুন্দরভাবে ব্যবসা পরিচালনার জন্য আপনাদের জন্য একটি আধুনিক মার্কেট তৈরি হচ্ছে। আমরা আশা করছি নির্মাণাধীন মার্কেটটি আগামী ১ জানুয়ারি উদ্বোধনের মধ্য দিয়ে আপনাদের কাছে দোকান হস্তান্তর করতে পারব।

সভায় ব্যবসায়ী নিজাম উদ্দিনসহ ৪০০ দোকান মালিক ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম