বাংলাদেশে আসছেন গ্রী গ্লোবালের এসিস্ট্যান্ট প্রেসিডেন্ট কেভিন বাই
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৪:০১ পিএম
কেভিন বাই
বাংলাদেশ সফরে আসছেন গ্রী গ্লোবালের এসিস্ট্যান্ট প্রেসিডেন্ট কেভিন বাই। তার সঙ্গে কোম্পানিটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও থাকবেন। আগামী ২২ বাংলাদেশ সফরে আসছেন তারা।
গ্রী-এর বাংলাদেশের একমাত্র পার্টনার ইলেক্ট্রো মার্ট গ্রুপ। বাংলাদেশে গ্রী এর যাত্রা শুরু ১৯৯৯ সালে। ইলেক্ট্রো মার্ট গ্রুপ বাংলাদেশে গ্রী গ্লোবাল এর
প্রতিনিধিত্বকারী শীর্ষস্থানীয় ইলেক্ট্রোনিক্স ও হোম এ্যাপল্যায়েন্সস পণ্যের প্রস্তুতকারক এবং বিপণনকারী প্রতিষ্ঠান। বিশ্বখ্যাত এই ব্র্যান্ডটি ২০০৫ সাল থেকে ধারাবাহিকভাবে আঠারো বছর বিশ্বে ১ নম্বর স্থানে অবস্থান করছে। গ্রী এর উদ্ভাবনী প্রযুক্তি, কর্মক্ষমতা, গ্রাহকের সর্বোচ্চ আস্থা এবং সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতার জন্য এই অবস্থান অর্জন সম্ভব হয়েছে।
ইলেক্ট্রো মার্ট গ্রুপ এই গ্লোবাল ব্র্যান্ডের বাংলাদেশে একমাত্র পার্টনার হওয়ায় গর্বিত। ইলেক্ট্রো মার্ট নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্রী এর সাথে যৌথ উদ্যোগে কারখানা স্থাপন করেছে; যা দেশের ক্রমবর্ধমান এসির চাহিদা পূরণ করছে। বর্তমানে শতাধিক সিরিজের গ্রী এসি ৭৫টি নিজস্ব ফ্ল্যাগশিপ শো-রুম ও বিক্রয় কেন্দ্রে এবং ২০০০টিরও বেশি পার্টনার আউটলেটে পাওয়া যাচ্ছে। এছাড়াও ইলেক্ট্রো মার্ট সারা দেশে ৫০টির অধিক কাস্টমার কেয়ার সেন্টার এবং ৫০০০ এর অধিক প্রশিক্ষিত টেকনিশিয়ানের মাধ্যমে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করছে। গ্রী এসি শূন্য মাত্রার কার্বন নিঃসরণ ও পরিবেশবান্ধব প্রযুক্তির জন্য বৈশ্বিকভাবে সর্বোচ্চ অ্যাওয়ার্ড পেয়েছে। বাংলাদেশেও পেয়েছে সুপারব্র্যান্ডের স্বীকৃতি।
কেভিন বাই ৪ দিন বাংলাদেশে ব্যস্ত সময় অতিবাহিত করবেন। সফরকালে তিনি বাংলাদেশের গ্রী পার্টনারদের সাথে স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে “গ্রী বিজনেস মিট ২০২৫” এ অংশগ্রহণ করবেন।
তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও এ অবস্থিত গ্রী এসির কারখানা পরিদর্শন এবং আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ গ্রী এসির নতুন মডেলের মোড়ক উম্মোচন করবেন। তিনি বাংলাদেশে আরও পরিশীলিত, আধুনিক এবং পরিবেশবান্ধব প্রযুক্তি শেয়ার এবং নতুন নতুন খাতে বিনিয়োগের বিষয় নিয়ে বেশ কয়েকটি সভা এবং সেমিনারে অংশগ্রহণ করবেন।