বিইউপিতে ৩ দিনের কর্মশালা শেষে পুরষ্কার বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবসায় শিক্ষা অনুষদ (এফবিএস) ও নেদারল্যান্ডসের Fontys Venlo University of Applied Sciences —এর যৌথ আয়োজনে তিন দিনব্যাপী ‘Business Hackathon: Social Business Innovation and Knowledge Exchange’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠান মঙ্গলবা অনুষ্ঠিত হয়।
এই কর্মশালার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতাকে বাস্তব-জীবনের সামাজিক ব্যবসার সমস্যাগুলি সমাধানে কাজে লাগানো।
কর্মশালাটিতে ‘বিজনেস হ্যাকাথন’ নামে একটি সামাজিক ব্যবসার সমস্যা সম্পর্কিত বিষয়ক প্রতিযোগিতা এবং বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত চারটি প্লেনারি সেশন অন্তর্ভুক্ত ছিল। বিজনেস হ্যাকাথন প্রতিযোগিতায় Fontys ও বিইউপি—এর শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত পাঁচটি দল অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে Fontys Venlo University of Applied Sciences, Netherlands —এর প্রতিনিধি, বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এফবিএস—এর শিক্ষক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।