Logo
Logo
×

কর্পোরেট নিউজ

ঢাকায় চলছে নির্মাণ ও আবাসন শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০১:২১ এএম

ঢাকায় চলছে নির্মাণ ও আবাসন শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে নির্মাণ, আবাসন, বিদ্যুৎ ও সংশ্লিষ্ট সরঞ্জামকেন্দ্রিক দেশের সবচেয়ে বড় ছয়টি পৃথক আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী চলবে এ অনুষ্ঠান যা শেষ হবে ১৬ নভেম্বর (শনিবার) পর্যন্ত।

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজনে বিগত ২৮ বছরের ধারাবাহিকতায় চলছে এ আন্তর্জাতিক প্রদর্শনী। 

প্রদর্শনীসমূহ হলো: ১) ২৯তম বিল্ড বাংলাদেশ ২০২৪, ২) ২৩তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৪, ৩) ৬ষ্ঠ ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৪, ৪) ২৬তম পাওয়ার বাংলাদেশ ২০২৪, ৫) ২১তম সোলার বাংলাদেশ ২০২৪ এবং ৬) ৬ষ্ঠ ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৪। 

১৪ নভেম্বর বৃহস্পতিবার প্রদর্শনীসমূহের উদ্বোধন করা হয়। প্রদর্শনীসমূহ উদ্বোধন করেন আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। 

আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের সিইও এস. এস. সারওয়ার, সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম প্রমুখ। 

প্রদর্শনীতে ৫০০ এর অধিক বুথসহ ২০টি দেশের প্রায় ১৯৫টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করছে। নির্মাণ, আবাসন ও বিদ্যুৎ শিল্পবিষয়ক এ প্রদর্শনীতে আরো থাকছে ওয়াটার, সোলার এবং লাইটিং পণ্যের সমাহার। ১৪-১৬ নভেম্বর ২০২৪, তিন দিনব্যাপী প্রতিদিন সকাল ১০.৩০ ঘটিকা থেকে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি), ১, ২, ৩ এবং ৪ নম্বর হলে এ আন্তর্জাতিক প্রদর্শনীসমূহ অনুষ্ঠিত হবে এবং সংশ্লিষ্ট দর্শনার্থীদের জন্য প্রদর্শনীসমূহ উন্মুক্ত থাকবে। পাশাপাশি প্রদর্শনী চলাকালীন সংশ্লিষ্ট শিল্প বিষয়ক তিনটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম