কক্সবাজারে কাজী ফার্মসের ২৮তম এজেন্ট সম্মেলন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম
কক্সবাজারের হোটেল সি প্যালেসে কাজী ফার্মসের ২৮তম বার্ষিক এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ১,৬০০ ডিস্ট্রিবিউটর এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এজেন্ট ও সেলস টিমের একনিষ্ঠ পরিশ্রমের স্বীকৃতি দিতে এবং তাদের অনুপ্রাণিত করতেই এ আয়োজন।
সম্মেলনে ফিড, মুরগির বাচ্চা, ব্রয়লার, ডিমসহ বিভিন্ন ক্ষেত্রে সেরা পারফরমারদের পুরস্কৃত করা হয়। এই ইভেন্টের মাধ্যমে কাজী ফার্মস তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং আরও বৃহৎ লক্ষ্যে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করছে। এ সম্মেলন নতুন লক্ষ্য নির্ধারণের, সম্পর্ক আরও দৃঢ় করার এবং এজেন্ট ও সেলস টিমকে তাদের নিজ নিজ ক্ষেত্রে আরও ভালো করার জন্য উৎসাহিত করার একটি সুযোগ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোহাম্মদ রেজাউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ও পরিচালক (হিসাব ও বাজেট) বেগম শামসুন্নাহার আহম্মদ ও ড. এবিএম সাইফুজ্জামান। উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহউদ্দিন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান।
এই ইভেন্টটি শুধু কাজী ফার্মসের এজেন্টদের অর্জন উদযাপন করছে না, বরং একটি সমৃদ্ধ এবং টেকসই ভবিষ্যতের জন্য কোম্পানির লক্ষ্যকেও শক্তিশালী করছে। কাজী ফার্মস তাদের মূল্যবান এজেন্টদের প্রচেষ্টার স্বীকৃতি দিয়ে দেশের অর্থনৈতিক ও কৃষি উন্নয়নে অবদান রাখতে এবং পোলট্রি ও প্রাণিসম্পদ শিল্পে অগ্রগামী ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ।