Logo
Logo
×

কর্পোরেট নিউজ

পূর্বাচলে ‘টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন’ প্রদর্শনী

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম

পূর্বাচলে ‘টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন’ প্রদর্শনী

গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের বিভিন্ন পণ্যসামগ্রী ও নিত্য-নতুন প্রযুক্তি প্রদর্শনে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজনে বিগত ২২ বছরের ধারাবিহিকতায় ৬-৯ নভেম্বর, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল, ঢাকায়, চার দিনব্যাপী শুরু হলো আন্তর্জাতিক প্রদর্শনী টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের বাংলাদেশ সংস্করণ ‘২৩তম টেক্সটেক বাংলাদেশ ২০২৪ ইন্টারন্যাশনাল এক্সপো’, ‘২২তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৪ - সামার এডিশন’ এবং ‘৪৫তম ডাই+ক্যাম বাংলাদেশ ২০২৪ ইন্টারন্যাশনাল এক্সপো’।

বুধবার, প্রদর্শনীসমূহের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসরীন জাহান, সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান, রপ্তানি উন্নয়ন ব্যুরো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং প্রশাসক, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ); মো. শহিদুল ইসলাম, মহাপরিচালক, বস্ত্র অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; শাহ্ মোহাম্মদ মাহবুব, নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব), মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা); মোহাম্মদ হাতেম, সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ); আরো উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।

উল্লেখ্য, গার্মেন্টস শিল্পের সর্ববৃহৎ এ প্রদর্শনীসমূহ ৬-৯ নভেম্বর, চার দিনব্যাপী প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল, ঢাকায় অনুষ্ঠিত হবে।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম