Logo
Logo
×

কর্পোরেট নিউজ

রিটেইল ডিপোজিটে ব্র্যাক ব্যাংকের মাইলফলক

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৯:১০ পিএম

রিটেইল ডিপোজিটে ব্র্যাক ব্যাংকের মাইলফলক

রিটেইল ডিপোজিটে মাইলফলক স্পর্শ করেছে ব্র্যাক ব্যাংক। ৩০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে ব্যাংকি। ব্যাংকিং খাতে এটি একটি উল্লেখযোগ্য অর্জন।  

ব্যাংকের রিটেইল ডিপোজিটে এমন প্রবৃদ্ধি ব্যাংকটির প্রতি গ্রাহকদের অবিচল আস্থার প্রতিফলন। পাশাপাশি গ্রাহকরা যে তাদের কষ্টার্জিত টাকার নিরাপত্তায় ব্র্যাক ব্যাংকের ওপর আস্থা রাখছে, এটি তারও প্রতিফলন।

গ্রাহক আমানতে ৩৪ শতাংশ প্রবৃদ্ধিসহ ব্র্যাক ব্যাংকের রিটেইল ডিপোজিট পোর্টফোলিও উল্লেখযোগ্য টেকসইতা প্রদর্শন করেছে। সারাদেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিন্ন ভিন্ন আর্থিক প্রয়োজন পূরণে ব্র্যাক ব্যাংক যে সবার পছন্দের শীর্ষে, এই অর্জন তার উদাহরণ।

ব্র্যাক ব্যাংকের বৈচিত্র্যময় ডিপোজিট প্রোডাক্ট রিটেইল ডিপোজিটের এই প্রবৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে। এই ডিপোজিট প্রোডাক্টগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং ভিন্ন ভিন্ন ব্যাংকিং প্রয়োজন পূরণকারী বিভিন্ন ইন্টারেস্ট-বিয়ারিং অ্যাকাউন্ট। এছাড়াও, ডিজিটাল ব্যাংকিং সল্যুশনের ওপর ব্যাংকটির বিশেষ মনোযোগ গ্রাহকদের সুবিধাজনক এবং নিরাপদ ব্যাংকিং সেবাদানের মাধ্যমে আমানত সংগ্রহ আরও ত্বরান্বিত করেছে।

ব্র্যাক ব্যাংকের এমন সাফল্য নিয়ে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, রিটেইল ডিপোজিটে ৩০,০০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম নিঃশন্দেহে আমাদের ব্যাংকের প্রতি গ্রাহকদের অবিচল আস্থার প্রমাণ। আমাদের ব্যাংকের প্রতি গ্রাহকদের দৃঢ় আস্থার জন্য আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, অবিচল গ্রাহক আস্থা, উন্নত ডিজিটাল ব্যাংকিং সেবা এবং দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক আমাদের প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আমরা গ্রাহকদের নিরাপদ, নির্ভরযোগ্য এবং উদ্ভাবনী ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের সহকর্মীদের নিয়েও গর্বিত, যারা ব্যাংকের রিটেইল ডিপোজিট প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

উদ্ভাবন এবং গ্রাহক-সন্তুষ্টির ওপর জোর দিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ব্যাংকিং প্রয়োজন মেটাতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং সার্ভিসের উন্নয়ন অব্যাহত রেখেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম