Logo
Logo
×

কর্পোরেট নিউজ

ইউসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১০:২০ পিএম

ইউসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ছবি: সৌজন্য

রাজধানীর গুলশানে মঙ্গলবার (২৯ অক্টোবর) ইউসিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ৫০১তম পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউসিবি চেয়ারম্যান শরীফ জহির। ইউসিবির ভাইস-চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো: ইউসুফ আলী, অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান, এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদসহ ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

তৃতীয় প্রান্তিকের হিসাব বিবরণী মতে, ইউসিবি ২০২৪ সালের প্রথম নয় মাসে নিট মুনাফা ৩২% বৃদ্ধি পেয়েছে। কর-পরিষদের পর ব্যাঙ্কের নিট মুনাফা ২৬২ কোটি টাকায় পৌঁছেছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ১৯৯ কোটি টাকা থেকে বেশি।

পর্ষদ সভায় জানানো হয় যে, ইউসিবির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৩৩ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১.৭৫ টাকা হয়েছে, যেখানে শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ২৮.০৮ টাকা থেকে ২৯.৪৬ টাকা বেড়েছে৷ 

৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত, ব্যাঙ্কের মোট সম্পদের মূল্য ছিল ৭৪,৭৭৫ কোটি টাকা। ইউসিবির আমানত ৬% বৃদ্ধি পেয়ে ৫৪,৪৩৯ কোটি টাকায় পৌঁছেছে এবং ঋণের পরিমাণ ১২% বৃদ্ধি পেয়ে ৫৬,৭৬১ কোটি টাকা হয়েছে। নন-পারফর্মিং লোন কভারেজ অনুপাত ৬৮% শক্তিশালী অবস্থানে দাঁড়িয়েছে।

পরিচালনা পর্ষদ বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ব্যাংকের কর্মক্ষমতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং আসন্ন ত্রৈমাসিকে এই প্রবৃদ্ধি ধরে রাখার আহ্বান জানিয়ে উদ্ভাবনী ব্যাংকিং সমাধান প্রদান এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য ইউসিবির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম