আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম ট্রেইনার্স প্রশিক্ষণে সেরা প্রশিক্ষকদের পুরস্কার প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৯:২২ পিএম
ছবি: সৌজন্য
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি-এ রোববার (২৭ অক্টোবর) কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) ‘আবাবিলএনজি’ নিয়ে আয়োজিত ট্রেইনার্স ট্রেনিং কোর্সে ৩০ জন সেরা প্রশিক্ষকদের পুরস্কার দেওয়া হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তাদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা।
অনুষ্ঠানে মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশনসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হোসাইন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, মোঃ আবদুল্লাহ আল-মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঁঞা, মোহাম্মদ হোসেন, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাংকের প্রধান কার্যালয়, বিভিন্ন জোন ও শাখাসমূহের ১১৭ জন কর্মকর্তাকে মাস্টার ট্রেইনারের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। এসব প্রশিক্ষক পরবর্তীতে বিভিন্ন শাখার কর্মকর্তাদের সিবিএসের উপর প্রশিক্ষণ প্রদান করেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশনস যৌথভাবে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে এবং পুরস্কার প্রদান করে।