আরামবাগ ক্রীড়া সংঘের নতুন সভাপতি তাজওয়ার আউয়াল
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম
![আরামবাগ ক্রীড়া সংঘের নতুন সভাপতি তাজওয়ার আউয়াল](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/23/Tajwore-Awal-66f1987f359b1.jpg)
দেশের ক্রীড়াঙ্গনের প্রাচীন সংগঠন আরামবাগ ক্রীড়া সংঘের নতুন সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী তাজওয়ার মোহাম্মদ আউয়াল।
তিনি স্বনামধন্য ব্যবসায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ছোট ছেলে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি ও বিএনপি নেতা তাবিথ আউয়ালের ছোট ভাই।
শনিবার রাতে আরামবাগ ক্রীড়া সংঘের বিশেষ সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে তাজওয়ার আউয়ালকে সভাপতি ও মো. ইয়াকুব আলীকে সাধারণ সম্পাদক করে ২০২৪-২৫ মেয়াদের জন্য ১০ সদস্যের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষিত হবে।
মতিঝিলস্থ সেন্টার ইন রুফটফ রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
আংশিক কমিটির সদস্যরা হলেন- সভাপতি তাজওয়ার মোহাম্মদ আউয়াল, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু, সহ-সভাপতি এজাজ মো. জাহাঙ্গির, মিজানুর রহমান সোহেল, মো. ওমর ফারুক ও কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, যুগ্ম-সম্পাদক বিপ্লব হোসেন মিতু ও হানিফ ভুলু এবং কোষাধ্যক্ষ মো. সালাহ উদ্দিন রতন।